আমার কথা

আমার মাঝে মাঝে মনে হয় আমার মনের কথাগুলো মানুষের সাথে শেয়ার করি। কেউ বলতে পারে, এজন্য তো ফেসবুক, ব্লগ আছেই। কিন্তু ফেসবুক, ব্লগ আমার কাছে কেমন যেন মিছিল সমাবেশ টাইপ জিনিস মনে হয়। সব মানুষ এখানে গিজগিজ করছে। কিছু বলতে গেলে মনে হয় মাইক নিয়ে চিল্লাচিল্লি করছি। এজন্য মনে হল ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ খুলি। আমার কথাগুলো আপন মনে আমি বলে যাব। কারো যদি ভাল লাগে সে কান পেতে শুনে যাবে।

ওয়ার্ডপ্রেসে উদ্বোধন ………

Comments
  1. মুজতাহিদ বাপ্পী says:

    শোকগাথা
    একটা মানুষ যখন বিপদে পড়ে
    সমাজবদ্ধ, শ্রেণীবদ্ধ, বৃত্তাবদ্ধ মানুষেরা ভীড় জমায়
    দর্শক সেজে দেখতে থাকে মানুষের অপমান
    কাতার থেকে একটি পা কেউ সামনে বাড়াবে না
    যদি তার প্রতি হায়েনাদের দৃষ্টি পড়ে
    যদি তার ভারসাম্য হয়ে পড়ে সংকুচিত
    সচেতন মানুষেরা হয়ে যায় আরো সতর্ক
    হায়েনারা হুংকার ছাড়ে বিজয়ের উল্লাসে ।
    আমি জানি এই নিষ্ঠুরতার ইতিবৃত্ত
    আমি জানি তোমার প্রতি যে আঘাত হয়েছে
    তার কোন প্রতিক্রিয়া মানুষ দেখাবে না
    মানুষ তোমাকে শকুনের হাতে তুলে নির্বিকার বসে থাকবে
    মানুষ তোমাকে অজগরের গর্তে ঠেলে ফেলে দেবে
    আমিও দায়ী, আমিও অত্যাচারী, নৃশংস
    আমি কাপুরুষের চেয়েও ক্ষুদ্র হয়ে
    তোমার আর্তচিৎকার শুনে যাচ্ছি নিশ্চল, নিশ্চুপ
    আমায় যদি পারো, ক্ষমা করো
    আমার মনুষ্য জন্ম তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ।
    যে লোক মরে বেঁচেছে- তাঁকে যদি শহিদ বলি,
    বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যাকে মাশুল দিতে হয়
    তাঁকে আমি শহিদের প্রবাহিত রক্ত বলবো ।
    তোমাকে অভিবাদন হে যোদ্ধাহত সৈনিক ।
    তোমাকে সশ্রদ্ধ সালাম ।

Leave a comment